স্পোর্টস ডেস্কঃ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভার কোল আলো করে এল এক ফুটফুটে পুত্র সন্তান। সেই খবর ও ছবি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন শারাপোভা। শুক্রবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তাদের প্রথম সন্তানকে স্বাগত জানান তিনি। পুত্র সন্তানের নাম রেখেছেন ‘থিওডর’।
একমাত্র রুশ নারী টেনিস খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জেতা শারাপোভা লিখেন, ‘সবচেয়ে সুন্দর, সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সবচেয়ে সন্তোষজনক উপহার— যেটা আমরা ছোট্ট পরিবার হিসেবে চাইতে পারি।’
এর আগে গত এপ্রিলে শারাপোভার ৩৫তম জন্মদিনে তিনি নিজের ৪২ লাখ ইনস্টাগ্রাম অনুসারীকে একটি পোস্ট দিয়ে মা হতে যাওয়ার খবরটি জানিয়েছিলেন। ঐ সময় তিনি লিখেছিলেন, ‘অমূল্য শুরু!!! দুজন মিলে জন্মদিনের কেক খাওয়ায় আমি বরাবরই দক্ষ।’
সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা শারাপোভা ব্রিটিশ মিলিয়নিয়ার আলেক্সান্ডার গিলকেসের সঙ্গে ২০২০ সালের ডিসেম্বরে গাটছড়া বাঁধেন। গিলকেস পড়াশোনা করেছেন ইটন কলেজ ও ইউনিভার্সিটি অব ব্রিস্টলে। এরপর শুরু করেছেন নিজের ব্যবসা। ২০২০ সালে দামি একটি হীরার আংটি উপহার দিয়ে শারাপোভাকে প্রস্তাব দেন তিনি। শারাপোভা সে প্রস্তাব গ্রহণ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০