ফখর জামানের সেঞ্চুরিতে পাকিস্তানের ৫০০তম জয়

    0
    225

    স্পোর্টস ডেস্ক:: নিউজিল্যান্ডের ডেরিল মিচেলের সেঞ্চুরি বৃথা গেলো। ফখর জামানের সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজে লিড নিয়েছে স্বাগতিক পাকিস্তান। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

    এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি পাকিস্তানের ৫০০তম জয়। ডেরিল মিচেলের সেঞ্চুরিকে বৃথা করে ফখর জামানের সেঞ্চুরিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে ৫০০ জয়ের স্বাদ নিলো পাকিস্তান।

    ডেরিল মিচেলের শতকে নিউজিল্যান্ড ২৮৮ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা স্বাগতিকরা ফখর জামানের শতক, ইমাম উল হকের অর্ধশতকে ৯ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে।

    টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড মিচেলের সেঞ্চুরির সঙ্গে উইল ইয়ংয়ের ৮৮ রানের ইনিংসে ৭ উইকেটে ২৮৮ রান তুলে। এগারো চার ও এক ছক্কায় ১১৫ বলে ১১৩ রানের ইনিংস খেলেন মিচেল। ১৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন উইল ইয়ং। ৭৮ বলে ৮৮ রানের ইনিংসে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন ৮টি, ওভার বাউন্ডারি ২টি। এছাড়াও ২০ রান করে আসে টম লাথাম ও হেনরি নিকোলাসের ব্যাট থেকে।

    পাকিস্তানের হয়ে নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদী ও হারিস রউফরা ২টি করে উইকেট লাভ করেন।

    ২৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নামা পাকিস্তান দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হকের উদ্বোধনী জুটিতেই তুলে নেয় ১২৫ রান। ৬০ রান করে ইমাম ফিরে গেলে ভাঙে তাদের জুটি। পাঁচ চার ও এক ছক্কায় ৬৫ বলে ৬০ রান করেন তিনি। তেরো চার ও এক ছক্কায় ১১৪ বলে ১১৭ রান করেন সেঞ্চুরিয়ান ফখর জামান। ৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রিজওয়ান। ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

    নিউজিল্যান্ডের হয়ে এডাম মিলান ২টি উইকেট লাভ করেন।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here