মিচেল মার্শের ৮১ ছাপিয়ে লুকেশ রাহুলের ৭৫, অজিদের হারালো ভারত

0
48

স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। সফরকারী ব্যাটার মিচেল মার্শের ৮১ রানের ইনিংস ছাপিয় গেছে স্বাগতিক ব্যাটার লুকেশ রাহুলের ৭৫ রানের ইনিংসে। তাতে ১০.১ ওভার হাতে রেখে ৫ উইকেটের ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত।

মুম্বাইয়ৈ সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ১৮৮ রানেই গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নামা ভারত ৫ উইকেট হাতে রেখেই তুলে ফেলে ১৯১ রান।

টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে শুরু থেকেই চেপে ধরেন মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজরা। এক প্রান্ত আগলে রেখে মিচেল মার্শ ব্যাট করতে থাকেন। অন্য প্রান্তে চলে যাওয়া-আসার মিছিল। শেষ পর্যন্ত ৩৫.৪ ওভারে ১৮৮ রানেই শেষ অজিদের ইনিংস। ব্যাট হাতে লড়াই করা মিচেল মার্শ ৮১ রানের ঝলমলে এক ইনিংস খেলেন। ৬৫ বলের ইনিংসে দশটি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

মিচেল মার্শের দারুণ ব্যাটিংয়ের দিনে অজিদের অন্য কোনো ব্যাটার উইকেটে তীতু হতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন জস। এছাড়াও ২২ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ।

ভারতের হয়ে শামী ও সিরাজ ৩টি করে উইকেট লাভ করেন।

১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নামা ভারতেরও শুরুটা ভাল হয়নি। দ্রুতই উইকেট হারায় দলটি। অর্ধশতকের আগেই হারায় চার উইকেট। একে একে ফিরে যান ইষাণ কৃষান, বিরাট কোহলি, সূর্যকুমার ও শুভমান গিলরা। ৮৩ রানের মধ্যেই হারায় ৫ উইকেটে। ২০ রান করেন শুভমান গিল। ৪ রানে বিরাট কোহলি, ৩ রানে ইষান কৃষাণ, শুন্য রানে সূর্যকুমার ফিরেন সাজঘরে।

পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে প্রতিরোধ গড়েন লুকেশ রাহুল। ১০৮ রানের জুটিতে নিশ্চিত করেন জয়। সাত চার ও এক ছয়ে ৯১ বলে ৭৫ রানের ইনিংস খেলে দলের জয় নিয়েই ছাড়েন মাঠ। পাঁচ চারে ৬৯ বলে ৪৫ রানের ম্যাচসেরা হওয়ার ইনিংস খেলে অপরাজিত থেকে রাহুলের সঙ্গী হন রবীন্দ্র জাদেজা।

অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৩টি ও মার্কো স্ট্রয়নিস ২টি করে উইকেট লাভ করেন।

এ্নপিস্পোর্টসটেয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here