স্পোর্টস ডেস্ক:: ব্যাট হাতে মোহাম্মদ মিঠুনের দেড়শো উর্ধ্ব ঝলমলে ইনিংস আর সাদমানের সেঞ্চুরি ছুঁই ছুঁই সংগ্রহের পর বল হাতে -রাজাদের ফাইফারে তামিনাড়ু একাদশকে ইনিংস ব্যবধান ও ৪ রানে হারিয়েছে বিসিবি একাদশ।
মোহাম্মদ মিঠুনের ১৫৬ রান ও সাদমানের ৮৯ রানে ৯ উইকেটে ৩৪৯ রানে ইনিংস ডিক্লেয়ার করেছিলো বিসিবি একাদশ। জবাবে ব্যাট করতে নামা তামিলনাড়ু একাদশ নিজেদের প্রথম ইনিংসে ৯৩ রানেই গুটিয়ে যায়।
ফলোফনে পড়া প্রতিপক্ষকে আবারো ব্যাটিংয়ে পাঠান মিঠুন। তাইজুলদের স্পিণ ঘূর্ণিতে তামিলনাড়ু এবার গুটিয়ে যায় মাত্র ২৫২ রানে। ৪ রানের সঙ্গে বাংলাদেশের জয় ইনিংস ব্যবধানে।
ব্যাটিংয়ে তামিলনাড়ুর দ্বিতীয় ইনিংসে তাইজুল শিকার করেন ৫ উইকেট, প্রথম ইনিংসে পেসার রাজা শিকার করেছিলেন পাঁচ উইকেট। চার দিনের দু’টি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ। প্রথমটি জিতে যাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে গেলাে মিঠুনের দল।
ভারত সফরে শুরুতে গেছেন জাতীয় দলের বাইরে থাকা তারকারাও। শুরুতে বাংলাদেশ ‘এ’ দল নামে খেলতে যাওয়ার কথা ছিলো। তবে প্রতিপক্ষে ভারত ‘এ’ দল না হওয়াতে পরবর্তীতে নাম বদলে দেওয়া হয় বিসিবি একাদশ। বিসিবি একাদশের মোড়কে ‘এ’ দলই সফর করছে ভারত।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো দল, তামিলনাড়ু রাজ্য দলের সাথে দু’টি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে মিঠুন-মুমিনুলরা। চার দিনের ম্যাচ শেষেই শুরু হবে ওয়ানডে সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০