স্পোর্টস ডেস্কঃ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর সেখানে ঠাই হয়নি ইশান কিষাণের। ভারত দল থেকে বাদ পড়েছেন তিনি। তবে বাদ পড়া মানে, তাকে শাস্তি দেওয়া হয়েছে নির্বাচক প্যানেল থেকে।
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে নিজের পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন কিষাণ। তিনি ছুটি চান বাড়িতে যাবেন বলে। তবে বাড়িতে যান নি কিষাণ। এই উইকেটরক্ষক ব্যাটার দুবাইয়ে উড়াল দেন। সেখানে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে পার্টিতে অংশ নেন তিনি।
এরপর দেশে ফিরে বলিউড মেগা স্টার অমিতাভ বচ্চনের ‘কন বানেগা ক্রোড়পতি’ নামক একটি জনপ্রিয় অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর এতেই মনক্ষুণ্ন বিসিসিআইয়ের নির্বাচক প্যানেল।
অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বচক প্যানেল মনে করে, তাদের সাথে মিথ্যাচার করেছেন ইশান কিষাণ। আর ঠিক এই কারণে, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। মিথ্যাচারের কারণে শাস্তিই দেওয়া হয়েছে ২৫ বছর বয়সী ক্রিকেটারকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post