স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতিতে আছেন তামিম ইকবাল। এই তারকা ছয় মাসের জন্য সেই বিরতি নিয়েছেন। তবে ঘোষণার দিন থেকে শুরুর সময় হিসেব করলে, সেই সময় ফুরিয়ে যেতে চলেছে। খুব বেশি দিন বাকি নেই। এরপর কী করবেন ড্যাশিং ওপেনার, সেটা জানার অপেক্ষায় সবাই।
দিন দুয়েক আগেই তামিম ইকবাল জানিয়েছেন টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে তার ভূমিকা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে কথা বলারই সুযোগ পাচ্ছেন না তিনি। কখনো গণমাধ্যম বা কখনো আবার অন্য কেউ বলে দিচ্ছে সেই কথা। তিনি সেই জায়গাটুকু ডিজার্ভ করেন, তার মুখ থেকে কী হচ্ছে-না হচ্ছে সেটা শোনা। ধরে নেওয়া হয় গণমাধ্যম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে ইঙ্গিত করে বিষয়টি।
তবে বিসিবি প্রশ্নে সেই তথ্য উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বোর্ড প্রধান জানিয়েছেন মিথ্যে বলছেন তামিম! অন্তত চার বার নিজে থেকে তামিমকে ফেরার কথা জানিয়েছেন পাপন। এছাড়া বোর্ডের অন্যান্যরাও যোগাযোগ করেছেন তামিমের ফেরা নিয়ে।
পাপন বলেন, ‘এটি পুরোপুরি মিথ্যে (যে তার সাথে টি-টোয়েন্টি ফেরা নিয়ে কথা বলা হয়নি)। অন্তত চার বার আমি তাকে বাসায় ডেকেছি এবং টি-টোয়েন্টিতে খেলতে বলেছি। বোর্ডের অন্যান্য সদস্যরাও এই নিয়ে কথা বলেছে। এখন দেখুন কী বলছে সে।’
পাপন আরও বলেন, ‘তাকে সিদ্ধান্ত পরিবর্তের জন্য অনেকবার অনুরোধের পরও, আমাদের লিখিত দিয়েছে সে, যে এখন (টি-টোয়েন্টি) খেলতে চায় না। আমি বুঝতে পারছি না, এখানে কনফিউশন আসলে কোথায়। আমি বলতে চাচ্ছি, ও কী বলতে চায় বলতে দিন। এরপর আমরা আমাদের হাতে থাকা প্রমাণ দেখাবো।’
এতকিছুর পরও তামিমকে খেলতে দেখতে চায় বোর্ড। এখনও পাপন জানিয়েছেন, টি-টোয়েন্টিতে খেলতে চাইলে, বিশ্বকাপ খেলতে চাইলে তাকে স্বাগত জানাবে বিসিবি। আসন্ন উইন্ডিজ সফরেই টি-টোয়েন্টি দিয়েই যেটার শুরু দেখতে চান বোর্ড প্রধান।
এই প্রসঙ্গে পাপন বলেন, ‘বিষয়টি খুবই সহজ, আমরা তাকে টি-টোয়েন্টিতে দেখতে চাই। এখন সে কী খেলবে? সে কী বিশ্বকাপ খেলতে চায়? যদি চায় তো, উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে হবে তাকে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা