মিনগুয়েজাকে ছেড়ে দিচ্ছে বার্সেলোনা

0
58

স্পোর্টস ডেস্কঃ বার্সার আর্থিক অবস্থা ভালো নয়। সেজন্য শুধু দলবদলের মৌসুমে ফুটবলার কিনলে হবে না। কিছু খেলোয়াড় হটাতে হবে তাদের। ইতোমধ্যে বড় কয়েকটি সাইনিং করে ফেলেছে কাতালানরা। লিডস ইউনাইটেড থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা, বায়ার্ন মিউনিখ থেকে পোল্যান্ডের লেভানডফস্কিকে কিনেছে ক্লাবটি।

রাফিনহা-লেভানডফস্কি ছাড়া চলতি দলবদলে বার্সা ফ্রিতে এনেছে ক্রিস্টেনসেন এবং ফ্রাঙ্ক কেসিকে। এবার তারা কিছু ফুটবলারকে ছেড়ে দিচ্ছে। সোমবার আনুষ্ঠানিকভাবে কাতালান ক্লাবটি জানিয়েছে ডিফেন্ডার অস্কার মিনগুয়েজা আর থাকছেন না ক্লাবে। এছাড়া স্ট্রাইকার মেস্পিস ডিপাই, মার্টিন ব্রাথওয়েট, মিডফিল্ডার রিকি পুচ, মিরালিম পিয়ানিচ, ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি আছেন মিনগুয়েজার সাথে বিক্রির তালিকায়।

স্প্যানিশ ডিফেন্ডার মিনগুয়েজার সাথে সেল্টা ভিগোর প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আসন্ন মৌসুম থেকে অস্কারকে দেখা যাবে সেন্টা ভিগোর জার্সিতে। এই দলবদলে বার্সেলোনা পাবে ২ মিলিয়ন ইউরো। তবে ভবিষ্যতে সেল্টা ভিগো তাকে বিক্রি করলে, সেই দলবদলের অর্ধেক পাবে বার্সা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here