স্পোর্টস ডেস্ক:: যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বার্সেলোনার ম্যাচ আর আয়োজন হচ্ছে না। স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামি ডিসেম্বরে মিয়ামিতে হতে যাওয়া বার্সার ম্যাচটি বাতিল করা হয়েছে। এ বিবৃতিতে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
আাগামি ২১ ডিসেম্বর মিয়ামির মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিলো বার্সেলোনার। লিগ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে স্পেনে তুমুল সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে ম্যাচটি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর আমেরিকার বাজারে লা লিগার সহযোগী প্রতিষ্ঠান ‘রেলেভেন্ট’।
ম্যাচটি মিয়ামি থেকে সরিয়ে নেওয়ার বিবৃতিতে বলা হয়, ‘মায়ামিতে ম্যাচের আয়োজকদের সঙ্গে আলোচনা শেষে তারা (রেলেভেন্ট) স্পেনে গত কয়েক সপ্তাহে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে। লা লিগা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে, এই প্রকল্প স্প্যানিশ ফুটবলের আন্তর্জাতিকীকরণের ঐতিহাসিক সুযোগ হতে পারত, কিন্তু সেটি আর সম্ভব হচ্ছে না।’
যুক্তরাষ্ট্রে ম্যাচটি আয়োজন হলে কৌশলগত ভাবে লাভবান হওয়া যেতো মন্তব্য করে বিবৃতিতে আরো বলা হয়, ‘দেশের বাইরে একটি আনুষ্ঠানিক ম্যাচ আয়োজন করা আমাদের প্রতিযোগিতাকে বিশ্বজুড়ে প্রসারের পথে একটি বড় পদক্ষেপ হতো। এতে ক্লাবগুলোর আন্তর্জাতিক অবস্থান, খেলোয়াড়দের পরিচিতি এবং স্প্যানিশ ফুটবলের ব্র্যান্ড শক্তিশালী হতো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো কৌশলগত বাজারে।’
রেলেভেন্টও পৃথক বিবৃতি দিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘স্পেনে বর্তমান অনিশ্চয়তার কারণে আমরা ২১ ডিসেম্বর মায়ামিতে নির্ধারিত ভিয়ারিয়াল–বার্সেলোনা ম্যাচটি স্থগিত করার প্রয়োজনীয়তা সম্পর্কে লা লিগাকে জানিয়েছি। এত বড় ইভেন্ট আয়োজনের জন্য যথেষ্ট সময় নেই। নিশ্চিত না হয়ে টিকিট বিক্রি শুরু করাও দায়িত্বজ্ঞানহীনের কাজ হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০