স্পোর্টস ডেস্ক:: যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের টেবিল তলানির দল ইন্টার মিয়ামিতে। ক্লাবটি বিশ্ব ফুটবলের বড় তারকা লিওনেল মেসিকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে। দুর্দান্ত কিছু করার পরিকল্পনা করছে।
মৌসুমের শুরুতেই মিয়ামির জার্সিতে অভিষেক হবে বিশ্বকাপ জয়ী তারকার। ইউরোপের বাইরে যাওয়া মেসি তাই নতুন এক অভিজ্ঞতার সম্মুখিন হবে। ফুটবলের মহাতারকাকে নিয়ে গড়া মিয়ামির একাদশ কেমন হতে পারে? আর্জেন্টাইন তারকার অভিষেক ম্যাচের একাদশ কেমন হবে? এ নিয়েই চলছে জল্পনা-কল্পনা।
গোল ডটকম মেসির অভিষেক ম্যাচের সম্ভাব্য একাদশ জানিয়েছে। বার্সেলোনা ছেড়ে দুই বছরের চুক্তিতে পিএসজিতে গিয়ে ছিলেন মেসি। দুই বছর চুক্তি শেষে ফরাসি ক্লাবটি ছেড়ে আমেরিকার মিয়ামিতেই পাড়ি জমিয়েছেন তিনি। তাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত মিয়ামিও।
যদিও এই তারকার সৌদী আরবের প্রো লিগে যাওয়ার খবর ছিলো, আলোচনায় ছিলো পুরনো ক্লাব বার্সেলোনাও। ৪০ কোটি ইউরোর অফার নিয়েও প্রাে লিগের আল হিলাল দলে ভেড়াতে পারেনি তাকে। ধারণা করা হচ্ছে এর চেয়েও বেশি টাকা দিয়েছে ইন্টার মিয়ামি। যদিও আর্জেন্টাইন তারকা জানিয়েছেন, ভিন্ন কিছুর অভিজ্ঞতা নিতে তিনি আমেরিকায় গেছেন।
ইন্টার মিয়ামিতে মেসির অভিষেক ম্যাচের সম্ভাব্য একাদশ:: গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারকে, দে আন্দ্রে ইয়েদলিন, কামাল মিলার, সার্জিও ক্রিভটসভ, ফ্রান্সকো নেগ্রি, ডিক্সন আরেইও, ডেভিড রুইজ, লিওনেল মেসি, করেন্টিন জিয়ান ও রবার্ট টেইলর ও লিওনার্দো ক্যাম্পানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post