স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হেরে গেলেও প্রতিপক্ষের সবগুলো উইকেট নিতে পেরেছেন বোলাররা। জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামের ‘স্পিন স্বর্গ’ উইকেটে স্পিনারদের শতভাগ কাজে লাগাতে পেরেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম।
চট্টগ্রামের পর এবার মিরপুরে বাউন্সি উইকেটে দ্বিতীয় টেস্টের লড়াই। সেখানেও সহায়ক ‘চমক’ দেখানো উইকেটের আশা করছে স্বাগতিকরা। চট্টগ্রামের উইকেটের মতই ঢাকার উইকেট চায় বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট।
চট্টগ্রামের স্পিন স্বর্গ উইকেটে তাই ব্যাট হাতে দুই ইনিংসেই সাকিব আল হাসান আর অভিষিক্ত মেহেদী হাসান মিরাজের বলে ভোগান্তি পোহাতে হয়েছে ইংলিশ ব্যাটসম্যানদেরকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের উইকেটকে টেস্ট ক্যারিয়ারে দেখা সেরা উইকেট বলে আখ্যায়িত করেছেন মুশফিক। তিনি সরাসরি প্রশংসা করে বসলেন পিচ কিউরেটর জাহিদুর রেজা বাবুর।
কিন্তু মিরপুর মিশনের ‘যুদ্ধক্ষেত্র’ তথা উইকেট কেমন হবে, আপাতত সেটাই আলোচনাতে। দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু; দুজনই মনে করছেন চট্টগ্রামের মতো উইকেটই বাংলাদেশ দলের চাওয়া। কিন্তু প্রতিবন্ধকতা কিছুটা থাকছেই।
সুজন বলেছেন, ‘উইকেট কেমন হচ্ছে জানি না। অবশ্যই আমাদের পক্ষে থাকবে, আমরা তো তা চাইবোই। কিন্তু ঢাকার উইকেট তো একটু ভিন্ন হয়। দেখি বুধবার আমরা মাঠে গেলে হয়তো বুঝতে পারবো।’
প্রধান নির্বাচক নান্নুর মতে, মিরপুরের উইকেট চট্টগ্রামের চেয়ে বেশি ‘বাউন্সি’ । তবে চাইলে মিরপুরেও ওইরকম উইকেট বানানো সম্ভব। কালের কন্ঠকে তিনি বলেন, ‘চট্টগ্রামে যেমন উইকেটে খেলে এসেছে, ঢাকায়ও তেমন উইকেটের চাহিদাই থাকার কথা দলের। মিরপুরেও একই রকম উইকেট পাওয়া সম্ভব বলে আমি মনে করি। তবে চট্টগ্রাম আর মিরপুরের উইকেটের মাটি অবশ্য ভিন্ন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০