মিরপুরের চেয়েও বাজে উইকেট গায়ানায়ঃ তামিম

0
22

স্পোর্টস ডেস্কঃ হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামের উইকেট বিতর্কের জন্ম দিয়েছে বার বার। অতিরিক্ত স্লো আর টার্নিং উইকেট নিয়ে দেশ ও বিদেশের সকলেরই অভিযোগ আছে। এমনকি বাংলাদেশের ক্রিকেটাররাও অভিযোগ করেছেন অনেকবার।

ঠিক একই ধরনের উইকেটে গায়ানায় উইন্ডিজের বিপক্ষে খেলছে বাংলাদেশ দল। তবে এই উইকেট মিরপুরের চেয়েও বাজে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এই উইকেট দিয়ে কোনো ব্যাটারকেই মূল্যায়ন না করতে বলছেন। এখানে পারফর্ম করা কঠিন। সিরিজের প্রথম দুই ম্যাচই লো-স্কোরিং হয়েছে। প্রথম ম্যাচে ১৪৯ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে মাত্র ১০৮ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা।

দুই ম্যাচই বাংলাদেশ বড় ব্যবধানে জিতে। যেখানে টাইগার স্পিনারদের দাপট ছিল স্পষ্ট। ব্যাটারদেরকে যুদ্ধ করতে হয়েছে এই উইকেটে। বাংলাদেশ অতিরিক্ত একজন স্পিনার নামিয়েছিল, একজন পেসারকে বসিয়ে। বুধবার ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

সেই ম্যাচ শেষে গণমাধ্যমকে তামিম ইকবাল বলেন, ‘আমার মনে হয়ে এসব উইকেটে ব্যাটারদের বিচার করা ঠিক হবে না। মিরপুরের চেয়েও বাজে উইকেট ছিল। এই উইকেটে আপনি কখন কোন বলে আউট হয়ে যাবেন, আগে থেকেই বোঝা কঠিন। এর প্রতিফলন দেখতেই পারছেন দুই ম্যাচেই, ১০০ আর ১৫০ রানের খেলায়।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here