নিজস্ব প্রতিবেদক:: সতীর্থরা পাশের বাইশ গজেই লড়ছেন আফগানিস্তানের বিপক্ষে। সফরকারী আফগনাদের চেপেও ধরেছেন। মিরপুরের বিসিবি একাডেমি মাঠে একা একা তখন অনুশীলনে ব্যস্ত সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে ফিরতে চান ক্রিকেটে।
বৃহস্পতিবার সকালেই মিরপুরে আসেন সাকিব। চোটগ্রস্ত আঙুলের ব্যান্ডেজ খুলেন। বোলিং কোচ রঙ্গণা হেরাথকে নিয়ে একাডেমি মাঠে ঘাম ঝড়িয়েছেন তিনি। ফিটনেস সেশন শেষেই বোলিং করেছেন বেশ কিছু সময়।
শিষ্যের বোলিং টিকঠাক আছে কিনা, আঙুলের চোটের অবস্থা কেমন সেসব দেখতে টেস্ট ম্যাচ ফেলে তখন স্পিন বোলিং কোচ রঙ্গণা হেরাথ সাকিবের সঙ্গে একাডেমি মাঠে। বাংলাদেশের এই অলরাউন্ডার বেশ কিছু সময় একা একা অনুশীন করেছেন। বোলিং করে আঙুলের চোটের অবস্থা বুঝার চেষ্টা করেছেন।
ইংল্যান্ডে আয়ারল্যান্ড সিরিজে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান। দ্বিতীয় এক দিনের ম্যাচে পাওয়া সেই চোটের কারণে খেলতে পারেননি তৃতীয় ম্যাচটি। এরপর থেকেই বিশ্রামে ছিলেন। আফগান সিরিজ শুরুর আগে ঢাকায় এসে ফিটনেস অনুশীলন শুরু করেন। এবার শুরু করলেন বোলিং অনুশীলনও।
একমাত্র টেস্ট ম্যাচটি খেলে আফগানিস্তান দেশে ফিরে যাবে। ঈদুল আযহার পরপরই আবারাে সফরে আসবে আফগানরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে খেলবে দুই ম্যাচের টি-২০ সিরিজ। সাকিব ফিরতে চান ওয়ানডে সিরিজ দিয়েই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post