স্পোর্টস ডেস্ক:: চন্ডিকা হাথুরুসিংহে ছুটি থেকে ঢাকায় ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন ক্রিকেট নিয়ে। জাতীয় দলের কোচের সামনে এবার আফগান পরীক্ষা। যাদের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ।
আফগান দলে এক ঝাঁক তারকা স্পিনার। স্পিন উইকেট দিয়ে আফগানদে ঘায়েল করা সম্ভব হয়তো হবে না। টাইগার দলে তাই ৫ পেসার। তাসকিন, এবাদত, শরিফুল, খালেদের সঙ্গী হয়েছেন হাসান মাহমুদ।
বোঝাই যাচ্ছে আফগানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের পরিকল্পনা হবে পেসারদের নিয়েই। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাই মিরপুরে ফিরেই উইকেট দর্শনে যান। শিষ্যদের নিয়ে বেশ কিছুক্ষণ উইকেট দেখেন তিনি। কথা বলেন কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে যে বাংলাদেশ উইকেট নিয়ে বেশ সাবধানী সেটা হারুথুসিংহের উইকেট দর্শন দেখেই বোঝা গেছে স্পষ্ট। টেস্ট সিরিজ খেলতে আগামি ১০ জুন ঢাকায় আসবে আফগানিস্তান। ১৪ জুন থেকে শুরু হবে টেস্ট সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০