স্পোর্টস ডেস্ক:: দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর মিরপুরের হোম অব ক্রিকেটে খেলার আক্ষেপ ফুরিয়েছে নিগার সুলতানাদের। ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশের মেয়েরা।
আগে ব্যাট করা বাংলাদেশ ১১৪ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা সফরকারী ভারতের মেয়েরা সহজেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরু থেকেই ধীরগতির ব্যাটিং করতে থাকে। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ উইকেটে ১১৪ রানে থামে। ইনিংস সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন সুবর্ণা মুস্তারি। ২২ রান আসে ওপেনার সাথী রানীর ব্যাট থেকে।
ভারতের হয়ে পূজা, শেফালী ও মান্নিরা ১টি করে উইকেট লাভ করেন।
১১৫ রানের টার্গেটে খেলতে নামা ভারত হারমানপ্রিতের হাফ সেঞ্চুরিতে ১৬.২ ওভারে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক হারমানপ্রিত কাউর। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন স্মৃতি মান্দানা।
বাংলাদেশের হয়ে সুলতানা ২টি ও মারুফা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০