নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন ঢাকায়। দুই ভাগে ঢাকা আসেন কিউই ক্রিকেটাররা। গতকাল আসেন ট্রেন্ট বোল্ট-লকি ফার্গুনসনরা। আগামী ২১ সেপ্টেম্বর থেকে এই ওয়ানডে সিরিজ শুরু হবে। প্রথমটির পরে ২৩ এবং ২৬ সেপ্টেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ। প্রতিটি ম্যাচই মিরপুরের শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে দুপুর ২টা থেকে।
গতকাল ঢাকা এসে আজ অনুশীলন সেরেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। সোমবার সকালে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেন তারা। নেতে ঘাম ঝরান বোল্ট-ফার্গুনসনরা। এই সিরিজ শেষ করে ভারতে বিশ্বকাপ খেলতে উড়াল দেবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দু’দলের টেস্ট সিরিজ হবে বিশ্বকাপের পরে। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য টেস্টের সূচি চূড়ান্ত হলে এখনও ভেন্যুর নাম জানায় নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ নিয়মিত ক্রিকেটারদের বিশ্রামে রেখেছে। অধিনায়ক সাকিব আল হাসানের পরিবর্তে নেতৃত্ব দেবেন লিটন দাস। সাকিবের সঙ্গে বিশ্রামে গেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। এশিয়া কাপের মাঝপথে দেশে ফেরা নাজমুল হোসেন শান্তকেও রাখা হয়নি প্রথম দুই ওয়ানডেতে। তবে দলে ফেরানো হয়েছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, কাজী নুরুল হাসান সোহান ও জাকির হাসানকে। প্রথমবার সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন ও খালেদ আহমেদ।
এদিকে নিউজিল্যান্ডও তাদের বিশ্বকাপ স্কোয়াডের সবাইকে নিয়ে আসে নি এই সিরিজে খেলতে। টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, টিম সাইফার্টদের বিশ্রামে রাখা হয়েছে। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি। তাকে পর্যবেক্ষণ করছে এনজেডসি। এছাড়া সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম ছুটি নিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০