নিজস্ব প্রতিবেদকঃ আপাতত চোট পরবর্তী সময়টাতে আছেন, দিন তিনেক আগেই ছেড়েছেন নেতৃত্ব, এর আগে অবসর, সেখান থেকে ফিরে আসা, সব কাটিয়ে এখন বিশ্রামে থাকার কথা। তবে এর মাঝে হঠাৎ মিরপুরের হোম অব ক্রিকেটে হাজির তামিম ইকবাল।
বাংলাদেশের সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক রোববার মিরপুরে আসায় অবাকই হয়েছেন অনেকে। তবে এর পেছনে কারণও আছে। ড্যাশিং এই ওপেনার এসেছেন ইনজূরি চোট সংক্রান্ত কাজে। মূল কাজ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের সাথে। এর বাইরেও অপারেশন্স বিভাগে কিছু সময় ছিলেন তামিম।
জাতীয় দলের বাকি ক্রিকেটাররা মাঠে ব্যস্ত ছিলেন এশিয়া কাপের প্রস্তুতির জন্য। সেখানে ফিটনেস নিয়ে কাজ করছিলেন ক্রিকেটাররা। তামিমের এদিন মাঠে কাজ না থাকলেও, সেই ফিট ইস্যুতেই এসেছেন বিসিবি মেডিকেল বিভাগে।
পিঠের নিচে পুরোনো চোটের জন্য সম্প্রতি ইংল্যান্ডে চিকিৎসা করান বাঁহাতি এই তারকা। সেই চিকিৎসা শেষে গেল ৩১ জুলাই, সোমবার দেশে ফিরেন তামিম ইকবাল। বেশ কয়েকটি ইনজেকশন নিয়েছেন। চিকিৎসা শেষে এখন পুনর্বাসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। খুব শীঘ্রই সেটি শুরু হবে। আর সেই পুনর্বাসন প্রক্রিয়া কেমন হবে, সেটা ঠিক করতেই তামিম এসেছেন মিরপুরে।
পুনর্বাসন প্রক্রিয়ায়, প্রথম সপ্তাহ বিশ্রামে আছেন পুরোপুরি। দ্বিতীয় সপ্তাহ থেকে হালকা কাজ শুরু করবেন। সব ঠিক থাকলে কিছুদিন পর অনুশীলন শুরু করবেন। পুরোদমে অনুশীলন করতে আরও কিছুটা সময় লাগবে। যার জন্য এশিয়া কাপে খেলা হচ্ছে না তামিমের। যদিও জোর দিয়ে অনুশীলন করলে, এশিয়া কাপ খেলতে পারতেন এই বাঁহাতি। তবে সেটা করতে চাইছে না বিসিবি মেডিকেল বিভাগ। তাই তামিমের সাথে যৌথ সিদ্ধান্তে এশিয়া কাপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post