নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড একমাত্র টেস্ট। মিরপুরে এই টেস্টে ওপেনার তামিম ইকবাল খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। জানা গেছে তামিমের ছেলে আরহাম ইকবাল অসুস্থ হওয়ায় আপাতত পরিবারের সঙ্গে রয়েছেন তিনি। বাঁহাতি এই ব্যাটারের পারিবারিক বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, ‘তামিমকে নিয়ে একটু সমস্যা আছে। তার ছেলে খুব অসুস্থ। তাকে নিয়ে সে খুব ব্যস্ত আছে। সে শেষ পর্যন্ত খেলবে কি না নিশ্চিত না। আশা করি হয়তো খেলবে। কিন্তু তারও পারবারিক সমস্যা আছে।’
এদিকে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদও। চোটের কারণে ছিটকে গেছেন তিনি। সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন এই পেসার। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোটে পড়েন এই পেসার। তাঁর পরিবর্তে দলে ডাকা হয়েছে রেজাউর রহমান রাজাকে। এখন পর্যন্ত লাল বলের ক্রিকেটে অভিষেক হয়নি এই তরুণ পেসারের। রাজা এর আগেও টেস্ট দলে ডাক পেয়েছেন।
তামিম সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছর জুনে, বাংলাদেশ দলের উইন্ডিজ সফরে। এরপর চোটের কারণে দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলা হয়নি তাঁর। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফেরার কথা তামিমের। তিনি যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন তবে আরেকটি ধাক্কা লাগবে দলে। বাঁহাতি এই ব্যাটারের বদলি নেওয়া হবে কী না জানায় নি বিসিবি।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ অধিনায়ক), তামিম ইকবাল*, সাদমান ইসলাম অনিক, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০