মিরপুর স্টেডিয়ামে নিরাপত্তায় হঠাৎ সেনাবাহিনীর প্যারা কমান্ডো

0
21

স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে-ই বাংলা ন্যাশনাল জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে সাজোয়াযান ও হঠাৎ সেনাবাহিনীর উপস্থিতি। ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের নিরাপত্তা মহড়া দিতেই সেনাবাহিনী মাঠে। বৃহস্পতিবার মিরপুরে বিশেষ নিরাপত্তা মহড়া দিয়েছে।

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশে-ইংল্যান্ড আসা অনিশ্চিত ছিলো। কিন্তুু বাংলাদেশে এসে নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্টই মনে হয়েছে সফরকারীদের। তাই নিরাপত্তা নিয়ে না ভাবার কথা বলেছেন তাদের অধিনায়ক জশ বাটলার।

ইংল্যান্ডকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার কার্যক্রমে বিভিন্ন আইন শৃংখলাবাহিনী কাজ করছে। পুলিশ, র‌্যাব, ডিজিএফআই, এনএসআই একসাথে কাজ করে যাচ্ছে। এর সাথে আছে বাংলাদেশ সেনাবাহিনীও। নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে কাজ করবে সেনাবাহিনীর বিশেষ ফোর্স ১ প্যারা কমান্ডো ব্যাটেলিয়ান।

বৃহস্পতিবার মিরপুরে দুটি হেলিকপ্টার নিয়ে বিশেষ মহড়াও দিয়েছে প্যারা কমান্ডোর একটি দল।

বেলা ১১ টার দিকে হঠাৎই মিরপুরে হেলিকপ্টারের আনাগোনা দেখা যায়। এরপরই হেলিকপ্টার নিয়ে একাডেমি মাঠের আকাশে অবস্থান নেয় প্যারা কমান্ডোর দলটি। আকাশ থেকেই দড়ি বেয়ে মাঠে নামতে থাকেন প্যারা কমান্ডোর সদস্যরা। যুদ্ধ বা অস্থিতিশীল পরিবেশে ঠিক যেভাবে প্যারা কমান্ডো কাজ করে সেভাবেই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া চলেছে আধা ঘন্টার মতো।

যেকোনো নাশকতা ও সংকট মোকাবিলা করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই প্যারা কমান্ডো কাজ করবে। যেকোনো মুহূর্তে পুলিশকে সহায়তা দিতে তারা প্রস্তুত থাকবে। পুলিশ বা অন্যান্য আইনশৃংখলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে না পারলে ৩০ মিনিটের মধ্যে ১ প্যারা কমান্ডো স্টেডিয়ামে হাজির হবে। পুরো মহড়ার অনুষ্ঠিত হয় ১ প্যারা কমান্ডো ব্যাটেলিয়ানের অধিনায়ক লে, কর্নেল এম এম ইমরুল হাসানের দায়িত্বে।

সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে অবদান রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। তারই ধারাবাহিকতায় চলমান বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজের নিরাপত্তার স্বার্থে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র বিশেষায়িত ফোর্স ১ প্যারা কমান্ডো ব্যাটেলিয়ন বাংলাদেশ আর্মি এভিয়েশন এবং বাংলাদেশ বিমানবাহনী ও অন্যান্য আইনশৃংখলাবাহিনী সকল সদস্যদের সমন্বয়ে একটা সার্বিক মহড়া এইমাত্র অনুষ্ঠিত হলো।’

তিনি বলছেন, ‘আমরা আজ এই মহড়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সামর্থ্য দেখলাম। এটা আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস যোগাচ্ছে চমৎকার এই দেশে সফর করার ব্যাপারে। এমন সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ। এবার বাংলাদেশ সফরে নিরাপত্তার ব্যাপারটি সত্যি অসাধারণ মনে হচ্ছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here