স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, তার কাছে তার অধিনায়ক মেহেদী হাসান মিরাজই। জাতীয় দলের এই দুই তারকা এক সাথে খেলছেন বয়স ভিত্তিক দল থেকেই।
জাতীয় অনূর্ধ্ব-১৫, ১৭ ও ১৯ দলগুলোতে একজন ছিলেন আরেক জনের ডেপুটি। বয়স ভিত্তিক দলে অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। আর এখন মিরাজের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে টাইগার অধিনায়ক বলছেন, তার কাছে অধিনায়ক মিরাজই।
মিরাজ তার অধিনায়ক জানিয়ে একটি গণমাধ্যমকে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এখানে মজার ব্যাপার হলো যে, আমরা অনূর্ধ্ব-১৫ দল থেকে একসাথে। অনূর্ধ্ব-১৫ দল থেকে মিরাজ কিন্তু আমার অধিনায়ক। আমি এখনো এটা বিশ্বাস করি ও-ই আমার অধিনায়ক। এটা ও জানে।’
তারা একজন আরেকজনকে অধিনায়ক মনে করেন মন্তব্য করে শান্ত বলেন, ‘জিনিসটা হলো, যখন আমরা খেলেছি একসাথে বিষয়টা এমন ছিল না যে ও অধিনায়ক বা আমি অধিনায়ক। ওর কাছে কখনোই মনে হয়নি যে আমি অধিনায়ক। আবার এখন আমি অধিনায়ক, ও নিজেও হয়তো মনে করে না যে আমি অধিনায়ক। ওর যখন মনে হয় যে এটা দলের জন্য ভালো হবে ও আমার কাছে আসে। ও যখন অধিনায়ক ছিল তখন আমি গিয়ে দেখা যেত একটা ফিডব্যাক দিতাম। বোঝাপড়াটা এতো ভালো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০