নিজস্ব প্রতিবেদকঃ সিলেট পর্বের বিপিএলের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টস জয়ী অধিনায়ক সাকিব আল হাসান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মেহেদি হাসান মিরাজকে ছাড়া খেলতে নামছে সাকিবের ফরচুন বরিশাল। চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের। বরিশাল দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ফরচুন বরিশাল ৭ ম্যাচের ৫টিই জিতে আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে দুই জয় নিয়ে তলানিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ জিতলে সিলেট স্ট্রাইকার্সকে টপকে শীর্ষস্থান দখল করবে বরিশাল। নিজেদের মাঠে শুক্রবার বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক সিলেট।
বরিশাল একাদশ
এনামুল হক বিজয়, সাইফ হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), ইফতিখার আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, চতুরঙ্গ ডি সিলভা, মেহেদি হাসান মিরাজ, সালমান হোসেন, খালেদ আহমেদ, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম।
চট্টগ্রাম একাদশ
ম্যাক্স ও’দাউদ, উম্মুক্ত চাঁদ, মেহেদি মারুফ, শুভাগত হোম (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, কুর্তিস ক্যাম্ফার, ইরফান শুক্কুর, বিজয়াকান্ত বিয়াসকান্ত, মৃত্যুঞ্জয় চৌধুরী, নিহাদুজ্জামান, মেহেদি হাসান রানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post