মিরাজকে দিয়েই চ্যাম্পিয়ন হতে চান স্যামি

0
32

স্পোর্টস ডেস্ক: বিশ্বের শক্তিশালী ‌ব্যাটিং লাইন ইংল্যান্ডকে ধ্বসিয়ে দিয়েছেন কিছু দিন আগেই। আর সেটি টেস্ট ক্রিকেটে। দুই ম্যাচে ১৯ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজের কাঁধে এবার বড় দায়িত্ব ছেড়ে দিলেন বিপিএলের দল রাজশাহী কিংসের দলপি, টি-২০ চ্যাম্পিয়ন ক্যারিবীয়ান ড্যারেন সামি।

বিপিএলে রাজশাহীকে নেতৃত্ব দেবেন স্যামি। এ দলেই খেলবেন বাংলাদেশের নতুন তারকা মেহেদী হাসান মিরাজ। দলটির অধিনায়ক ড্যারেন স্যামির আশা দরুণ কিছু করবেন মিরাজ। তার কাঁধেই ভর করেই তিনি বিপিএল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হতে চান।

বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালের বাংলাদেশ স্পিনের নতুন ‘অস্ত্র’ মিরাজের প্রশংসা করেন স্যামি।

টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অধিনায়ক মিরাজ প্রশংসার সাগরে ভাসিয়ে বলেন,  ‘অবশ্যই আমি মিরাজকে পেয়ে আনন্দিত। আজকে অনুশীলনে আসার সময় বাসে ওকে আমি বলেছি, ওর কাছ থেকে আমি বড় কিছু চাই। সে এথনও তরুণ। তবে এখনই সে যেভাবে দায়িত্ব নিতে শিখেছে, টেস্টে যেভাবে বোলিং করেছে সেটা ভেবে আমি দারুণ রোমাঞ্চিত। আমার বিশ্বাস, আমাদের জন্যও খুব ভালো করবে ও।’

নিজের অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, ‘নেতৃত্ব ব্যাপারটাই চ্যালেঞ্জের। যে কোনো দলকে নেতৃত্ব দেওয়াই চ্যালেঞ্জিং। তবে এখানে সবাই পেশাদার ক্রিকেটার, আমাদের দলটি রোমাঞ্চকর। কিংসকে নেতৃত্ব দিতে মুখিয়ে আছি আমি। স্থানীয় কোচ ও ছেলেদের সহায়তায় আশা করি আমার অভিজ্ঞতাটি হবে খুব উপভোগ্য।’

আগামিকাল শুক্রবার বিকাল আড়াইটায় মিরপুরের হোম অব ক্রিকেটে বিপিএলের চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here