মিরাজেই টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

0
28

স্পোর্টস ডেস্ক: টেস্টের শক্তিশালী ইংল্যান্ডকে প্রথম দিনে কুপোকাত করার স্বপ্নটা হয়তো আগে দেখা হয়নি। কারণ এর আগে ইংল্যান্ডের সাথে ৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যেখানে প্রথম দিনে সর্বোচ্চ তাদের ৪টি উইকেট নেওয়া গেছে। এমন পরিস্থিতিতে প্রথম দিন এতটা করবে বাংলাদেশ সেটা ভাবেনি টিম ম্যানেজমেন্টও।

তবে সেটাকে সত্যিই পরিণত করলেন নবাগত টেস্ট ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। অভিষেক টেস্টে প্রথম দিনই তিনি কুপোকাত করলেন ইংল্যান্ড। মিরাজের ঘুর্নি জাদুতে ইংলিশরা ২৫৮ রান তুলতেই প্রথম দিন হারিয়েছে ৭টি উইকেট। মিরাজ নিয়েছে পাঁচটি। স্পিন সঙ্গী সাকিব নিয়েছেন ২টি।

আর এতে করেই টেস্ট জয়ে স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ। আগামিকাল শুক্রবার সকালে প্রথম সেশনেই ইংলিশদের বাকী ৩টি উইকেট নিয়ে অলআউট করে বড় ইনিংস গড়ে লিড নিতে পারে বাংলাদেশ।

যেখানে প্রথম দিনেই উইকেট কথা বলেছে মিরাজের পক্ষে, দারুণ সফল হয়েছেন বাংলাদেশের স্পিনারা, সেখানে স্পিন নির্ভর একাদশ স্বপ্নের জয়টা পেয়েও যেতে পারে। মিরাজ তার পারফর্ম বজায় রেখে টেস্ট ম্যাচটি খেললে জয় পেতেই পারে বাংলাদেশ।

চট্টগ্রামে যে স্পিনের লড়াই হবে সেটি আগেই বুঝা গেছে। স্বাগতিক বাংলাদেশ ১৪ সদস্যের স্কোয়াডে দুই জন মাত্র পেসার রেখে ছিলো। প্রথম দিনের খেলা শেষে তার প্রমাণ দিয়েছেন স্পিনাররা। উইকেট।

মিরাজ ৩৩ ওভার বোলিং করেন। ৬টি মেডেনে রান দিয়েছেন মাত্র ৬৩। ধ্বস নামিয়েছেন সফরকারীদের ব্যাটিংয়ে।

জানুয়ারিতে ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে মিরাজ প্রমাণ করেছিলেন নিজেকে। টিম ম্যানেজমেন্ট তাকে টেস্ট খেলানোর জন্য রাখেনি ওয়ানডে স্কোয়াডে। মিরাজকে ঘিরে সব পরিকল্পনাই কাজে লাগছে। টেস্টে ইংল্যান্ড-বধে টিম ম্যানেজমেন্টের সব পরিকল্পনা কাজে লাগলে চট্টগ্রাম টেস্টে সুফল পেতেও পারে বাংলাদেশ। এমন স্বপ্নের ভিত প্রথম দিনেই গড়ে দিয়েছেন মিরাজ।

মিরাজের এমন পারফর্মে বাংলাদেশ এগিয়ে যাবে আরও সামনে। ওয়ানডের মতো টেস্টে বদলে যাবে বাংলাদেশ তার আভাস যেন পাওয়া গেল চট্টগ্রাম টেস্টের প্রথম দিন; তারুণ্যদীপ্ত মিরাজের হাত ধরে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here