Home ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট ‘মিরাজের থ্রোয়ে বাটলারের রান আউটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়’

‘মিরাজের থ্রোয়ে বাটলারের রান আউটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়’

0

নিজস্ব প্রতিবেদকঃ টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০তে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টির পর মিরপুরে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতেও ইংলিশদের নাকানিচুবানি খাওয়ায় সাকিব-শান্ত-লিটনরা।

মিরপুরে মঙ্গলবার আগে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ১৫৮ রান। জবাব দিতে নেমে জয়ের পথেই ছিল ইংল্যান্ড। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারালেও ডেভিড মালানের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়েন জস বাটলার। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন। ১৩.১ ওভারে মোস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মালান ফিরেন। বাঁহাতি এই ওপেনার আউট হওয়ার আগে খেলেন ৫৩ রানের দারুণ এক ইনিংস।

এরপর দলের ধবলধোলাই এড়ানোর গুরুদায়িত্ব ছিল অধিনায়ক বাটলারের কাঁধে। ৩১ বলে ৪০ রান করে বাটলার খেলছিলেনও দারুণ। কিন্তু রান আউটের ফাঁদে পড়েন ইংলিশ অধিনায়ক। মেহেদি হাসান মিরাজের এক থ্রোতেই ঘুরে যায় ম্যাচ। ইংলিশ কোচ ম্যাথিউ মট স্বীকার করেছেন, এমন দুর্দান্ত ফিল্ডিং ম্যাচটাই ঘুরিয়ে দিয়েছে।

ম্যাথিউ মট, ‘আমি মনে করি, আজকে টার্নিং পয়েন্ট ছিল (মিরাজের করা) ওই রান আউট। অসাধারণ ফিল্ডিং ছিল সেটি। জস (বাটলার) সেট থাকলে আপনি শেষ দিকে ভরসা পাবেন। ওই পথেই ছিল সে। তখন সেটি (রানআউট) খেলা পুরোপুরি বদলে দেয়।’

মট আরো বলেন, ‘ওই ওভারে আমরা দুই উইকেট হারিয়েছি। আমি মনে করি, (জেতার জন্য) যথাযথ মঞ্চ ছিল আমাদের। তাদের দুজনের মধ্যে একজনও যদি খেলতে পারত, শেষ দিকে আমরা একটা চেষ্টা করতে পারতাম।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version