মিরাজের পর সাকিবের ৫

0
24

স্পোর্টস ডেস্ক: মেহেদী হাসান মিরাজের পর সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্ট ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট। প্রথম ইনিংসে মিরাজ নিয়েছেন পাঁচ উইকেট, দ্বিতীয় ইনিংসে সাকিব নিলেন পাঁচ উইকেট। এনিয়ে সাকিব টেস্ট ক্যারিয়ারে ১৫ বার পাঁচ উইকেট শিকার করলেন।

দ্বিতীয় ইনিংসে সাকিবের পঞ্চম শিকার হয়ে সাজঘরে ফিরে যান আদিল রশিদ। এ ডানহাতি ব্যাটসম্যানকে এলবিডব্লুউর ফাঁদে ফেলেন সাকিব।

বেন ডাকেটকে ফিরিয়ে নিজের প্রথম শিকারের দেখা পান সাকিব। এরপর একে একে ফেরান জো রুট, মইন আলি ও বেন স্টোকসকে।

সাকিব সবশেষ পাঁচ উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৪ সালের নভেম্বরে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে উভয় ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়ে এক টেস্টে প্রথমবার ১০ উইকেট নেয়ার কীর্তি গড়েন সাকিব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here