স্পোর্টস ডেস্ক: দুই টেস্টে ১৯ উইকেট নিয়েছেন মিরাজ। এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন অনেকেই। এমনকি কিছুদিন আগেই তাকে প্রশংসায় ভাসান সাবেক টাইগার কোচ স্টুয়ার্ট ল, বর্তমান কোচ হাথুরুসিংহে।
এদিকে বাংলাদেশে এমন পারফরম্যান্সের পর ইংলিশদের আন্ডারডগ তকমাই দেওয়া হচ্ছে। যদিও এমন তকমায় বিচলিত হচ্ছেন না বয়কট। উল্টো বলেছেন ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারাতে পারবে না বিরাট কোহলির দল, ‘আমার কাছে মনে হয় ৫-০ ব্যবধানে জেতা ভারতের জন্য কঠিনই হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই মুগ্ধতা ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। যার প্রতিভায় মুগ্ধ হয়েছেন ঠোঁট কাটা স্বভাবের জিওফ বয়কটও! মিরাজকে প্রশংসায় ভাসিয়ে সাবেক ইংলিশ এই অধিনায়ক বলেছেন, ‘বাংলাদেশ মেহেদীর মতো আগ্রাসী এক বোলারকে পেয়েছে। সে যেভাবে আমাদের বিস্মিত করছে, তা যদি চলতেই থাকে, তাহলে সেটি হবে খেলার জন্য দারুণ। তার মতো তরুণ প্রতিভা আমাদের প্রয়োজন।’
ঢাকা টেস্টের হার নিয়ে তিনি বলেন, ‘ওই টেস্ট ইংল্যান্ডের হারা উচিত ছিল না। কিনটু সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের রেকর্ড দেখেই মনে হচ্ছে ওরা এগিয়েছে। তাই বড় কোনও দলকে হারানোর ঘটনা এভাবে ঘটতোই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বাটি/০০