স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কা, ভারতকে হারানোর পর এবার মালদ্বীপকে উড়িয়ে দিলো বাংলাদেশ। শুরু থেকেই একাদশে সুযোগ পাওয়া মিরাজের হ্যাটট্রিকে মালদ্বীপকে নিয়ে ছেলেখেলা করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনেকটা নিশ্চিত করে ফেললো বাংলাদেশ।
ভারতের ভুবেনশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে শুক্রবার অনুষ্টিত ম্যাচে মালদ্বীপকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ৪-১ গোলের বড় জয়ে সাফ কিশোরদের এই চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বদলী নেমে ছিলেন মিরাজ। গোল করে দলকে জিতিয়ে ছিলেন।
এবার মালদ্বীপের বিপক্ষে শুরুর একাদশেই সুযোগ পান তিনি। আর তাতেই প্রমাণ করেন নিজেকে। একে একে তিনটি গোল দেন প্রতিপক্ষের জালে। তার হ্যাটট্রিকেই বাংলাদেশ ৪-১ গোলের বড় ব্যবধানে জিতেছে।
প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলে তানভীর হোসেনরা। কোনো সুযোগই দেয়নি প্রতিপক্ষকে। মিরাজ প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন। রফিকুল ইসলামের গোলে প্রথমার্ধেই বাংলাদেশ ৪-০ ব্যবধান করে ফেলে। পিছিয়ে থেকে বিরতিতে যায় মালদ্বীপ।
তবে দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ায় মালদ্বীপ অনূর্ধ্ব-২০ দল। নিজেরা একটি গোল করে। নিজেদের রক্ষণ ভাগকেও কিছুটা সামলে নেয় দলটি। ফলে বাংলাদেশ আর কোনো গোলের দেখা পায়নি। শেষ দিকে একের পর এক আক্রমণ করে বাংলাদেশ। বেশ কয়েকটি গোল মিস হয় বারে লেগে। শেষ পর্যন্ত তাই ৪-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মালদ্বীপের দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০