স্পোর্টস ডেস্কঃ জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। আফগানিস্তানকে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। বল হাতে ৩ শিকারের পর ব্যাট হাতে দারুণ এক ফিফটি হাঁকান মেহেদি হাসান মিরাজ। তাতে ৬ উইকেটের বড় জয় পায় সাকিব আল হাসানের দল। বলে-ব্যাটে উজ্জ্বল মিরাজ জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। ফিফটি দেখা পান নাজমুল হোসেন শান্তও।
রান তাড়া করতে নেমে মিরাজের ৫৭ ও শান্তর অপরাজিত ৫৯ রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।সাকিব ও মিরাজের প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা। এ জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর রমিজ প্রশংসায় ভাসিয়েছেন মিরাজদের।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন, ‘৩ উইকেটে নেওয়ার পাশাপাশি ৫০ রান করা মেহেদির মধ্যে অনেক প্রতিভা আছে। ও যেভাবে খেলে, সেটা দারুণ। তার শরীরী ভাষাও বেশ প্রভাব রাখার মতো। এর মধ্যে সে নিজের উপস্থিতির জানান দেয়। এর আগে ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে এক–দুই ইনিংসে সে দারুণ খেলেছিল। এর পর থেকে সে আর পেছন ফিরে তাকায়নি। তার পারফরম্যান্স খুবই নিখুঁত।’
মিরাজের বোলিং নিয়ে রমিজ বলেন, ‘বোলিংও সে আত্মবিশ্বাসের সঙ্গে করে। তার বোলিং অ্যাকশনও খুব সুন্দর। এই ম্যাচে দারুণ অফ স্পিন করেছে সে। ৩ উইকেটে সঙ্গে ৫০ রান—এর চেয়ে ভালো পারফরম্যান্স আসলে হতে পারত না। তার জন্য দলও বেশ আত্মবিশ্বাস পেয়েছে। ও খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার ছন্দে থাকা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post