নিজস্ব প্রতিবেদকঃ উদ্বোধনী জুটি ভাঙার পর আর কোনো উইকেট হারাচ্ছিল না ইংল্যান্ড। তবে তাদেরকে হতাশায় ডুবান মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। দুজনে একটি করে উইকেট শিকার করে ইংলিশদের খানিকটা বিপদে ফেলেছেন।
দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারানোর পর দারুণ জুটি গড়েন ওপেনার জেসন রয় ও টপ অর্ডারে নামা ডেভিড মালান। দুজনে মিলে গড়ে তুলেন ৫৮ রানের জুটি। সেই জুটিতে ভাঙন ধরান মিরাজ। মালানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এই অফ-স্পিনার। ১৯ বলে ১১ রান করেন এই বাঁহাতি তারকা।
এরপর উইকেটে আসা জেমস ভিন্সকেও দ্রুত ফেরান তাইজুল ইসলাম। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন ভিন্স। দলীয় একশ পূরণের আগে প্যাভিলিয়নে ফেরেন এই ডানহাতি ব্যাটার। ১৬ বলে ৫ রান করেন তিনি।
৯৬ রানে তিন উইকেট হারিয়ে খানিকটা বিপদে পড়ে ইংল্যান্ড দল। তবে জস বাটলার ও জেসন রয়ের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। ইতিমধ্যেই পঞ্চাশ পূরণ করেছে তাদের জুটি। ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে দুই তারকার সেই জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সবশেষ সংগ্রহ ২৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৭ রান। ফিফটি হাঁকিয়ে ব্যক্তিগতভাবে সেঞ্চুরির পথে আছেন ওপেনার জেসন রয়। তিনি অপরাজিত ৯৭ বলে ৯০ রান করে। অপরদিকে জস বাটলার অপরাজিত ২৭ বলে ২৫ রান করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post