মিরাজ-মুশফিকের ব্যাটে আশা জাগছে বাংলাদেশের

0
45

স্পোর্টস ডেস্ক:: সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করা শান্ত, হাফ সেঞ্চুরি করা তাওহীদ হৃদয়রা ফিরে যান দেড়শো পেরুতেই। অধিনায়ক তামিম ইকবালও হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফিরেন দলীয় ১৮৬ রানের মাথায়। দুইশোর আগে পাঁচ উইকেট হারানো বাংলাদেশ কত রান করতে পারে সেটা নিয়েই ভাবনা। অধিনায়কের বিদায়ের পর ষষ্ঠ উইকেটে আশা দেখাচ্ছেন মুশফিক ও মিরাজ। দু’জনের জুটিতে বড় সংগ্রহের পথেই এগুচ্ছে টাইগাররা। তাদের ব্যাটে আড়াইশ ছাড়িয়েছে টাইগাদের সংগ্রহ।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ তৃতীয় ওভাের তৃতীয় বলে দলীয় ১৮ রানেই প্রথম উইকেট হারায়। ১৪ বলে ৪ রানে সাজঘরে ফিরেন অভিষিক্ত রনি তালুকদার। তার বিদায়ের পর ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে দলীয় ৬৭ রানের মাথায় শান্ত প্যাভেলিয়নে ফিরেছেন। সাত চারে ৩২ বলে ৩৫ রানের ইনিংস খেলেছেন তিনি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক তামিমের সঙ্গে শান্ত গড়েন ৪৯ রানের জুটি।

শান্তর বিদায়ের পর উইকেটে আসা লিটন দাসও খেলতে পারেননি বড় ইনিংসে। তামিমের সাথে ৭০ রানের জুটি গড়েন তিনি। দলীয় ১৩৭ রানের মাথায় তৃতীয় উইকেটে তাকে প্যাভেলিয়নে ফেরত পাঠান ম্যাকব্রাইন। ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলে ফেরার আগে ৩৯ বলে ৩৫ রান করেন তিনি। তিন চার ও এক ছক্কায় সাজানো ছিলো তার ইনিংস।

এরপর উইকেটে আসা আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়ও দ্রুত ফিরেন সাজঘরে। ইনিংসের ২৮তম ওভারের শেষ বলে দলীয় ১৫৯ রানের মাথায় ডকরলে উপরে ফেলেন তার স্ট্যাম্প। এক বাউন্ডারিতে ১৬ বলে ১৩ রান করেন তিনি।

হৃদয়ের বিদায়ের পর অধিনায়ক তামিমও ফিরেন সাজঘরে। তবে তার আগেই দারুণ এক অর্ধশতক হাঁকান তিনি। ফর্ম নিয়ে সমালোচনায় থাকা ওয়ানডে অধিনায়ক ৮২ বলে ৬৯ রানের ইনংস খেলেছেন। ছয় বাউন্ডারিতে ইঙ্গিত দিয়েছেন রানে ফেরার। দলীয় ১৮৬ রানে পঞ্চম উইকেটে ডকরেল ফেরত পাঠান টাইগার দলপতিকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ষষ্ঠ উইকেটে মুশফিক ও মিরাজ ৬৩ রানের জুটি গড়ে অপরাজিত আছেন। বাংলাদেশ দলের সংগ্রহ ৪৪.৩ ওভারে পাঁচ উইকেটে ২৫০ রান। ৩৪ রানে মিরাজ ও ৩৮ রানে মুশফিক অপরাজিত আছেন।

এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here