স্পোর্টস ডেস্ক: মেহেদী হাসান মিরাজ। খুলনার তরুণ এই ক্রিকেটার মাত্র দুই ম্যাচ খেলেছেন। ভেঙেছেন পুরনো কয়েকটি রেকর্ড। মাত্র দুই খেলেই বনে গেছেন তারকা। এমনকি তার সঙ্গে খেলার অপেক্ষায় বর্তমান টি-২০ চ্যাম্পিয়ন অধিনায়ক ওয়েস্টইন্ডিজের ড্যারেন স্যামি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ক্যারবীয় টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি খেলবেন রাজশাহী কিংসের হয়ে। বাংলাদেশী তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজও একই দলের হয়ে মাঠে নামবেন।
আগামি ৪ নভেম্বর রাজশাহী কিংসের প্রথম ম্যাচ বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে ড্যারেন স্যামি বলেন, ‘মিরাজের মত অসাধারণ তরুণ প্রতিভার সাথে মাঠে নামার জন্য আমার অপেক্ষা ফুরোচ্ছেনা।‘
দু’একদিনের মধ্যেই রাজশাহীর হয়ে মাঠ মাতাতে বাংলাদেশে পা রাখছেন ৩২ বছর বয়স্ক এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০