মিরাজ হারিয়ে না গেলে অনেক জয়ের নায়ক হবে- মাশরাফি

0
20

স্পোর্টস ডেস্ক: মেহেদী হাসান মিরাজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মুশফিকুর রহিমের নেতৃত্বে। হয়তো আরো কিছু দিন পরেই ওয়ানডে, টি-২০ ক্রিকেটে মিরাজকে নামতে মাশরাফির স্পিন অস্ত্র হিসেবেই।

নিজের ভবিষ্যতের স্পিন অস্ত্র মিরাজকে নিয়ে অনেক আশার কথাই শুনালেন মাশরাফি। সঙ্গে এটাও জানালেন এ দেশের ক্রিকেটে অভিষেকে আলো ছড়িয়ে অনেকেই হারিয়ে যান। যদি মিরাজ সেই দলে যোগ না দেন, নিজের ধারাবিহকতা বজায় রেখে ১০ বছর খেলেন তাহলে বাংলাদেশের অনেক জয়ের নায়ক হবেন তিনি।

মিরাজকে এক কথায় ভেরি এক্সাইটিং খেলোয়াড় হিসেবে উল্লেখ করে মাশরাফি বলেন, ‘সে ভেরি এক্সাইটিং ক্রিকেটার। বই পরিশ্রমী। এটা আমি শুনিনি, নিজের চোখেই দেখেছি। অনূর্ধ্ব ১৯ থেকেই ওকে দেখছি। একই মাঠে অনুশীলন করেছি, খুবই কঠোর পরিশ্রম করে। আশা করবো সে নিয়মিতভাবে এটা করবে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে নতুন আসলে অনেক সময় অনেক কিছু সহজ হয়ে যায়। কারণ বিশ্লেষণ করার সুযোগ থাকে না। কিন্তু ভবিষ্যতে পারফরম্যান্স ঠিক রাখতে হলে অবশ্যই নিজের খেলার উন্নতি ঘটাতে হবে। একটা কথা আছে, এক-দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে কাউন্ট করতে হয়।,

মিরাজ ভালো একজন ব্যাটসম্যান সেটা জানিয়ে মাশরাফি বলেন, ‘তার ব্যাটিংটা নিয়ে আলোচনা না হলেও মিরাজ খুব ভালো একজন ব্যাটসম্যান। হয়তো ইংল্যান্ড সিরিজে সে এটা করতে পারেনি। আমি নিশ্চিত এটা ওকে আর ক্ষুধার্ত করবে। আমি দোয়া করি এবং প্রত্যাশা করি সে অনেক দূর যাবে।’

মাশরাফির আশা মিরাজের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট আরও বদলে যাবে, ‘বাংলাদেশ দলে এসে খেলে হারিয়ে যাওয়া এবং ১০ বছর সার্ভিস দেওয়া দুটি ভিন্ন জিনিস। মিরাজ যদি বাংলাদেশ দলকে ১০ বছর সার্ভিস দিতে পারে। তাহলে ১০ বছর খেললে ও(মিরাজ) নতুন অনেক কিছু শিখবে, অনেক কিছু করবে। এই ১০ বছর যদি মিরাজ বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিতে পারে তাহলে দ্রুতই বাংলাদেশের ক্রিকেট বদলে যাবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ঢাটি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here