স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরলো স্বাগতিকরা। ব্যাটে-বলে লঙ্কানদের পাত্তায়ই দেয়নি কিউইরা। বল হাতে ৫ উইকেট শিকার করেছেন অ্যাডাম মিলনে। আর ব্যাট হাতে ঝড় তুলে ৭৯ রানের ইনিংস খেলেন টিম সেইফার্ট।
ডানেডিনে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। এক ওভার বাকি থাকতে, অর্থাৎ ১৯ ওভারে ১৪১ রানেই অলআউট হয়ে পড়ে দলটি। সর্বোচ্চ ৩৭ রান করেন ধনাঞ্জয়া ডি সিলভা। ২৬ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা হাঁকান তিনি। কুশল পেরেরা ৩২ বলে ২ চার ও ১ ছয়ে ৩৫ রান করেন কুশল পেরেরা।
নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভার বল করে ২৬ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন। টি-টোয়েন্টিতে ৫ উইকেট এই প্রথম নেন তিনি। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার এটি তার। এর বাইরে ২ উইকেট শিকার করেন বেন লিস্টার।
১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক কিউইরা। ৩.২ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি থেকেই আসে ৪০ রান। ১৫ বলে ৭ বাউন্ডারিতে ৩১ রান করা ওপেনার চাঁদ বাও ফিরলে ভাঙে সেই জুটি। তবে এরপর উইকেট হারাতে হয়নি ব্ল্যাকক্যাপসদের। ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাত্র ১৪.৪ ওভারেই নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে যান টিম সেইফার্ট ও অধিনায়ক টম লাথাম।
এর মধ্যে ৪৩ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭৯ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন ওপেনার সেইফার্ট। টপ অর্ডারে নামা লাথাম অবশ্য ওয়ানডেসুলভ ব্যাটিংয়ে ৩০ বলে ১ বাউন্ডারিতে ২০ রান করে অপরাজিত ছিল।
শ্রীলঙ্কার হয়ে একমাত্র উইকেটটি লাভ করেন কাসুন রাজিথা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post