স্পোর্টস ডেস্কঃ ডেভিড মিলারের অসাধারণ সেঞ্চুরিকে বৃথা করে দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ করল ভারত। রোববার স্বাগতিকরা ১৬ রানে হারিয়েছে প্রোটিয়াদের। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিতের পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়েও গেল ভারত।
গোয়াহাটিতে ভারতের ২৩৭ রানের জবাবে ২২১ রান করে দক্ষিণ আফ্রিকা। মিলার ৪৭ বলে অনবদ্য ১০৬ রান করেন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ৭টি ছক্কা। স্ট্রাইকরেট ২২৫.৫৩। ওপেনার কুইন্টন ডি কক ৪৮ বলে ৬৯ করে অপরাজিত থাকেন। দুই বাঁহাতি ব্যাটারের লড়াইয়ের পরেও হারতে হয় সফরকারীদের।
ম্যাচের পর মিলার স্বাভাবিক ভাবেই হতাশ। দলকে জেতাতে না পারা এই বাঁহাতি বলেন, ‘খেলার পর ডি কক আমার কাছে এসে বলছিল, ভালো খেলেছো, কিন্তু আমি দুঃখিত। এটা একটা ভালো উইকেট ছিল। ভারত শুরু থেকেই আমাদের চাপে রাখে। আমাদের প্রথম বল থেকেই মারতে হবে, এমন পরিস্থিতি ছিল। এখানে বৃষ্টি হয়েছে তাই আবহাওয়া ছিল আর্দ্রতা বেশি ছিল। আমাদের বেশি করে পানি খেতে হচ্ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০