স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টেকনিক্যাল কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মিসবাহ-উল-হক। সাবেক এই অধিনায়কের সাথে একই কমিটিতে আছেন ইনজাম-উল-হক ও মোহাম্মদ হাফিজ। এক বিবৃতিতে পিসিবি এই তিনজনের নাম ঘোষণা করেছে।
মিসবাহ এর আগে পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করেছেন। হাফিজই নতুন যাকে পিসিবি কোনো কাজে প্রথমবার লাগাচ্ছে। পিসিবি সাথে আগে কাজ করার অভিজ্ঞতা আছে ইনজামামের। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ টেকনিক্যাল কমিটির নিয়োগ প্রসঙ্গে জানান পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ করবেন সাবেক তিন তারকা ক্রিকেটার।
আশরাফ বলেন, ‘আমাদের দেশের ক্রিকেটের উন্নতির জন্য মিসবাহ-উল-হক, ইনজামাম-উল-হক ও মোহাম্মদ হাফিজকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিন এই সাবেক অধিনায়কেরই ক্রিকেট নিয়ে অগাধ জ্ঞান ও বোঝাপড়া আছে, যাঁরা আধুনিক ক্রিকেটের চাহিদা বোঝেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০