মিহাদের ব্যাটে হবিগঞ্জের বিপক্ষে ঘুরে দাড়ালো সুনামগঞ্জ

0
121

নিজস্ব প্রতিবেদক: অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় যেনো বিধ্বস্ত এক দল হবিগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল। একই অবস্থা ছিলো সুনামগঞ্জ অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলেরও।

তবে ঘুরে দাড়িয়েছে সুনামগঞ্জ। বিধ্বস্ত হবিগঞ্জের বিপক্ষেই বুধবার ৩ উইকেটের জয় পেয়েছে সুনামগঞ্জের কিশোররা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার হবিগঞ্জ জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলকে হারায় সুনামগঞ্জ। সুনামগঞ্জের জয়ে ম্যাচ সেরা হওয়া মিহাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অপরাজিত অধর্শতকে হবিগঞ্জের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে দল।

টস জিতে হবিগঞ্জ ব্যাট করতে নেমে এদিনই সর্বোচ্চ ভালো খেলে। ৪১.১ ওভারে অল আউট হওয়ার আগে দলটি সংগ্রহ করে ১২২ রানে। এটিই তাদের দলীয় সর্বোচ্চ ইনিংস। দলের হয়ে শুভ ৪৫ ও রাসেদ ১৬ রান করেন।

সুনামগঞ্জের হয়ে জয় ৩টি, তোফায়েল ২টি, নুমান ২টি, রাজিব ২ টি উইকেট লাভ করেন।

১২৩ রানের টার্গেটে খেলতে নেমে ৩১.১ ওভারেই সাত উইকেট হারিয়ে জয় পেয়ে সুনামগঞ্জ অনুর্ধ্ব- ১৮ ক্রিকেট দল। দলের হয়ে মিরাহ ৫টি চার, দুটি ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন। শিহাব করেন ২৬ রান।

হবিগঞ্জের হয়ে ফরহাদ, শুভ, জামিল ১টি করে উইকেট লাভ করেন।

এর আগে সুনামগঞ্জ মৌলভীবাজারের বিপক্ষে মাত্র ৪৯ রানে অল আউট হয়। মৌলভীবাজর জয় পায় ১০৫ রানে। এর আগে সুনামগঞ্জ অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল সিলেটের কিশোরদের কাছে হারে ৭ উইকেটে।

অপর দিকে টুর্ণামেন্টের শুরু থেকেই পরাজয় সঙ্গী হবিগঞ্জের কিশোরদের। প্রথম ম্যাচে মৌ্লভীবাজারের কাছে ৮০ রানের বড় ‌ব্যবধানে হারে দলটি। সিলেটের বিপক্ষে অল আউট হয় মাত্র ৩৯ রানে। এবার সুনামগঞ্জের কাছেও হেরে দলটি জয়হীনই থাকলো।

আজকের ম্যাচে আম্পায়ার ছিলেন এটিএম ইকরাম ও তানজীল শাহরিয়ার অলী। স্কোরার ছিলেন এইচ, ইউ দিপু।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here