স্পোর্টস ডেস্কঃ ২০১৪ বিশ্বকাপের সেমি ফাইনালে ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল জার্মানি। যার পর কিনা বিশ্বব্যাপী ব্রাজিলের জন্য এক দুঃসহ স্মৃতি তৈরি করেছিল। মিনেইরাও স্টেডিয়ামের সেই ট্র্যাজেডির এবার দেখা মিললো মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনাকাঙ্খিত এক পরাজয়ের সাক্ষী হয়ে থাকল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছে দলটি। ঘরের মাঠে মুক্তিযোদ্ধাকে গোল বন্যায় ভাসিয়েছে রহমতগঞ্জ। যা কিনা এবারের বিপিএলের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
ম্যাচের ২৫তম মিনিটে প্রথম গোল করা রহমতগঞ্জ ৮৯তম মিনিটে সপ্তম ও দলের শেষ গোল করে। ২৫তম মিনিটে ফিলিপের গোলে এগিয়ে যাওয়ার পর ৩৭তম মিনিটে সানডে চিজোবার গোলে লিড দ্বিগুণ করে রহমতগঞ্জ। বিরতিতে যাওয়ার আগমূহুর্তে এক গোল শোধ করে মুক্তিযোদ্ধা। নির্ধারিত ৪৫ মিনিট শেষে যোগ করা সময়ের মাথায় নবাব দারুণ এক গোল ব্যবধান কমান।
তবে বিরতি থেকে ফিরেই একচেটিয়া আধিপত্য দেখায় রহমতগঞ্জ। একে একে আরও পাঁচ গোল দেয় দলটি। ৬৯তম মিনিটে আল আমিন তৃতীয় গোল করেন দলের হয়ে। এরপর ৮০তম মিনিটে তরের গোলে হালি পূরণ করে রহমতগঞ্জ। স্কোরলাইন ৫-১ হয় ৮৬তম মিনিটে আশরাফুল ইসলামের গোলে।
৮৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় আর দলের ষষ্ঠ গোলটি করেন সানডে। আর নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের তিন মিনিটের মাথায় মুক্তিযোদ্ধার জালে শেষ পেরেক ঠুকে দেন ফিলিপ। পূরণ করেন নিজের জোড়া গোল। শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ।
এই ম্যাচ শেষে ১৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে রহমতগঞ্জ। আর সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছেন মুক্তিযোদ্ধা সংসদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা