নিজস্ব প্রতিবেদকঃ ইসরায়েলের আক্রমণে কাঁপছে নিরীহ ফিলিস্তিনের গাজা। ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে বিশ্বজুড়ে মুসলিমরা এককাট্টা হয়েছেন। যখন যেখানেই পারছেন ফিলিস্তিনের মুক্তির দাবি। খেলাধুলার সঙ্গে রাজনীতির কোনো যোগ না থাকলেও ইদানীং সময়ে বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন খেলার মাঠে জোরদার হয়েছে ফিলিস্তিনের মুক্তির দাবি। তেমনই এক দাবিতে ‘ফ্রি প্যালেস্টাইন’ আজ দেখা গেল বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে।
টস হেরে আগে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। কঠোর নিরাপত্তার ফাঁকগলে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। মুখে ফিলিস্তিনি পতাকার আদলে মাস্ক, গায়ের টি-শার্টে লেখা- ফিলিস্তিনে আগ্রাসন থামাও। মাঠে ঢুকেই ক্রিজে থাকা বিরাট কোহলির কাছাকাছিও চলে যান ওই আগন্তুক। কোহলির কাঁধেও হাত দেয়। তার টি-শার্টের পেছনে ফিলিস্তিনের পতাকা আঁকা আর তাতে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’।
পরক্ষণেই মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেন। এ ঘটনায় কয়েক সেকেন্ডের মতো বন্ধ থাকে খেলা। তবে বিশ্বকাপের ফাইনাল ঘিরে আহমেদাবাদের কড়া নিরাপত্তা বেষ্টনি টপকে কিভাবে মাঠে প্রবেশ করেন ওই দর্শক তা নিয়ে প্রশ্ন উঠছে। ১ লাখ ৩২ হাজার আসনের সর্ববৃহৎ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের নিরাপত্তায় নিয়োজিত ৬ হাজার পুলিশ। এমনটা নিশ্চিত করেছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক।
Discussion about this post