মুক্ত লিভারপুল তারকার বাবা

0
22

স্পোর্টস ডেস্কঃ অপহরণের ১২ দিন পর মুক্ত কলম্বিয়ার ফুটবলার লুইস দিয়াজের বাবা লুইস মানুয়েল দিয়াজ। তাঁকে ছেড়ে দিয়েছে কলম্বিয়ার গেরিলা গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি। উত্তর কলম্বিয়া থেকে ১৩ দিন আগে তাকে অপহরণ করেছিল গেরিলা গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি।

দিয়াজের বাবার সঙ্গে অপহরণ করা হয়েছিল তার মাকেও। মোটরবাইকে থাকা বন্দুকধারীরা তাদের গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল। তবে কয়েক ঘন্টার মধ্যেই তার মাকে উদ্ধার করে পুলিশ। এরপর গতকাল উদ্ধার হলেন বাবা। এর আগে প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে লুটন টাউনের বিপক্ষে ম্যাচে গোল করে বাবার মুক্তি চেয়েছিলেন দিয়াজ।

গোল করে দিয়াজ নিজের জার্সি উঁচু করেন। আন্ডারশার্টে লেখা ছিল, ‘লিবার্তাদ পারা পাপা’, যার অর্থ ‘বাবার জন্য স্বাধীনতা’। দিয়াজের সেই ঘটনা নিয়ে লিভারপুল কোচ ইয়ের্গুন ক্লপ বলেছিলেন, ‘একটি চমৎকার মুহূর্ত। কিন্তু এটা পরিস্থিতি পাল্টাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার বাবার মুক্তি পাওয়া। আমাদের জন্য একটি মহাগুরুত্বপূর্ণ গোল এবং তার জন্যও গুরুত্বপূর্ণ ও আবেগের।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here