স্পোর্টস ডেস্ক:: ভারত ও আয়ারল্যান্ডের মধ্যকার টি-২০ সিরিজের প্রথম ম্যাচটিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন আইরিশ ব্যাটার হ্যারি টেক্টার। ভারতীয় বোলারদের তুলোধুনো করেছেন। ছয় চার ও তিন ছক্কায় মাত্র ৩৩ বলে ৬৪ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন।
বৃষ্টির কারণে ১২ ওভারে নেমে আসা ম্যাচটিতে ৪ উইকেটে ১০৮ রান তুলে ফেলে আয়ারল্যান্ড। পরে অবশ্য ভারত তা টপকে গেছে ৯.২ ওভারে তিন উইকেট হারিয়ে।
তবে ম্যাচটিতে ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া মুগ্ধ হয়েছেন হ্যারি টেক্টারের ব্যাটিং দেখে।আগামি আইপিএলে দল পাবেন হ্যারি প্রত্যাশা করে এই ব্যাটারকে তিনি ব্যাট উপহার দিয়েছেন। যাতে আরো বেশি ছক্কার অনুশীলন করতে পারেন আইরিশ ব্যাটার।
হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমি হ্যারি টেক্টারকে একটি ব্যাট উপহার দিয়েছি, যাতে সে আরো কিছু ছক্কা হাঁকাতে পারে এবং আইপিএলে চুক্তি পেতে পারে। আমি তাকে শুভ কামনা জানাই।’
সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি আজ অনুষ্টিত হবে। ডাবলিতে রাত সাড়ে ৯টায় স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে সফরকারী ভারত। আইরিশদের বিপক্ষে সিরিজে অবশ্য ভারত মূল দল পাঠায়নি। দ্বিতীয় সারির দল পাঠিয়েছে বিসিসিআই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০