মুনিম-ইমন ব্যতীত বাংলাদেশ দলে আর কেউই তরুণ নন!

0
29

নিজস্ব প্রতিবেদকঃ জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে নেই জাতীয় দলের বর্তমান চার সিনিয়র তারকা। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে বিশ্রাম দেওয়া হয়েছে। আরেক তারকা সাকিব আল হাসান ছুটি চাওয়ায় নেই সফরে। এর বাইরে কিছুদিন আগেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।

যার ফলে তারুণ্যনির্ভর এক দল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ দল। আর সেই দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। তবে এই দলকে তরুণনির্ভর হিসেবে মানতে নারাজ জাতীয় দলের স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান।

মেহেদী মনে করেন দলে দুইজন ব্যাতীত কেউই তরুণ না। তারা হলেন ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি খেলা মুনিম শাহরিয়ার ও অভিষেকের অপক্ষায় থাকা পারভেজ হোসেন ইমন। এক্ষেত্রে বয়স বিবেচনায় না এনে, আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা বিবেচনায় এনেছেন মেহেদী। যারাই দলে আছেন তারা দীর্ঘ সময় ধরে খেলে যাচ্ছেন।

মেহেদী বলেন, ‘এই দলে একদমই তরুণ কেউ নেই। সবাই ৩, ৪ কিংবা ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছে। ১০ বছর ক্রিকেট খেলা কোনো খেলোয়াড় দলে নেই। কিন্তু ৬/৭/৮ বছর খেলা খেলোয়াড় তো আছে। তাই কেউই তরুণ না।’

মেহেদী আরও বলেন, ‘তরুণ বলতে মুনিম শাহরিয়ার আর পারভেজ ইমন, যারা একদমই নতুন। সবাই পরিপক্ক, অভিজ্ঞ। সবারই বোঝার সামর্থ্য আছে, সবাই সামর্থ্যবান।’

মুনিম শাহরিয়ার ও পারভেজ ইমনের নাম বললেও, আরেকজনের নাম বলতে ভুলে গেছেন মেহেদী। তিনি পেসার হাসান মাহমুদ। যার কিনা ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ৩ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে। যদিও অভিষেক হয়েছে ২০২০ সালের মার্চে। তবে সেই তুলনায় ইনজুরির কারণে বেশি দিন খেলতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here