নিজস্ব প্রতিবেদকঃ হারের তেতো স্বাদ পেল ঢাকা আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে (বিপিএল) শুক্রবার চট্টগ্রাম আবাহনী বিপক্ষে ৩-২ গোলে হেরেছে আকাশী-নীলরা। হারলেও পয়েন্ট টেবিলের দুইয়ে টিকে আছে তারা। শীর্ষে আছে বসুন্ধরা কিংস।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর হয়ে জোড়া গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ডেভিড ওজুকু। একটি গোল করেন ইকবাল হোসেন। ঢাকা আবাহনীর হয়ে দুটি গোলই আসে ইউসুফ মোহাম্মদের পা থেকে।
ম্যাচের শুরুতে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ডেভিড ওজুকু। ১৮তম মিনিটে হেডে সমতা ফেরান ইউসুফ। ৩৫তম মিনিটে ফ্রি কিকে হেড করে চট্টগ্রাম আবাহনীকে ফের এগিয়ে নেন ইকবাল হোসেন। পাঁচ মিনিট পর গোলরক্ষককে ফাঁকি দিয়ে ফাঁকা পোস্টে বল জড়ান ওজুকু।
৬৪তম মিনিটে কর্নারের পর বক্সের ভেতরে বল পেয়ে যান ইউসুফ। ঠাণ্ডা মাথায় জোরাল শটে লক্ষ্যভেদ করেন মিশরীয় ডিফেন্ডার ইউসুফ। তাতে আবাহনীর ঘুরে দাঁড়ানোর আশা জাগে। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের হার দেখে ঐতিহ্যবাহী দলটি। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় শেখ রাসেল, চতুর্থ স্থানে শেখ জামাল আছে। শেখ রাসেল কম খেলেছে এক ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০