নিজস্ব প্রতিবেদকঃ নিজেদের প্রথম ইনিংসে আগের দিন ২ উইকেট হারিয়ে ৩৪ রানে ড্রেসিং রুমে ফিরে বাংলাদেশ দল। সেখান থেকে দ্বিতীয় দিন আজ সকালে ফের ব্যাটিংয়ে নেমে বড় ধাক্কা খায় স্বাগতিক। দিনের তৃতীয় ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন টপ অর্ডার ব্যাটার মুমিনুল হক।
মার্ক অ্যাডায়ারের বলে বোল্ড আউট হয়ে বিপদে ফেলে যান দলকে। দলীয় ৪০ আর ব্যক্তিগত ১৭ রানে কাঁটা পড়েন এই বাঁহাতি ব্যাটার। এরপরই দলের হাল ধরেন দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। দুজনের দারুণ জুটিতে ছুটছে বাংলাদেশ। ইতিমধ্যেই দলের রান পার হয়েছে একশ’র ঘর।
মুশফিক-সাকিবের জুটির রানও পার হয়েছে পঞ্চাশের কোটা। এদিকে ব্যক্তিগতভাবে ফিফটি হাঁকিয়েছেন সাকিব আল হাসান। আক্রমণাত্বক ব্যাটিং করেছেন বাংলাদেশ অধিনায়ক। মাত্র ৪৫ বলেই ফিফটি পূরণ করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে সাকিবের এটি ৩১তম ফিফটি। আগের দিন বোলিং না করার বিতর্ক এদিন ব্যাট হাতে ধুয়েমুছে দিচ্ছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সবশেষ সংগ্রহ ২৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২২ রান। সাকিব ৪৯ বলে ৯ বাউন্ডারিতে ৫৩ রান ও মুশফিকুর রহিম ৪৮ বলে ২৬ রান করে অপরাজিত আছেন। আয়ারল্যান্ডের করা ২১৪ রান টপকাতে বাংলাদেশকে এখনও করতে হবে ৯২ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা