স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এর আগে মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে টস।
সেই টস জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছেন স্যাম কারানের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস। এই ম্যাচেও খেলছেন না নিয়মিত অধিনায়ক শিখর ধাওয়ান।
এই ম্যাচে মুম্বাইয়ের একাদশে ফিরেছেন জোর্ফ্রা আর্চার। এই তারকা পেসার চোট থেকে সেরে উঠেছেন। যার ফলে সুযোগ পেয়েছেন আবার। তবে পাঞ্জাবের একাদশে কোনো পরিবর্তন নেই। একই একাদশ নিয়ে মাঠে নামছে দলটি।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, তিলক বর্মা, অর্জুন টেন্ডুলকার, হৃত্তিক শৌখিন, জোর্ফ্রা আর্চার, পিযূষ চাওলা ও জেসন বেহেরনডর্ফ।
পাঞ্জাব কিংস একাদশ
স্যাম কারান (অধিনায়ক), অথর্ব তাইদে, প্রভশিমরণ সিং, ম্যাথিউ শর্ট, লিয়াম লিভিংস্টোন, হারপ্রীত সিং, জিতেশ শর্মা, শাহরুখ খান, হারপ্রীত ব্রার, অর্ষদীপ সিং ও রাহুল চাহার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post