স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বাইয়ের ঘরের মাঠ বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে সেই ম্যাচের টস হয়েছে ইতিমধ্যে।
আর টস জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাটিং করতে নামছে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
এই ম্যাচে মুম্বাইয়ের হয়ে অভিষেক হচ্ছে ক্রিস জর্ডানের। জোর্ফ্রা আর্চার আইপিএল ছেড়ে চলে গেছেন। যার ফলে তার পরিবর্তে জর্ডানকে দলে ভিড়িয়েছে মুম্বাই শিবির। এবং একাদশে অভিষেক করিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে অন্য দলের হয়ে খেলেছেন আইপিএল, তবে মুম্বাইয়ের হয়ে এই প্রথম।
এদিকে ব্যাঙ্গালোর একাদশ থেকে বাদ পড়েছেন কর্ণ শর্মা। তার পরিবর্তে একাদশে জায়গা ফিরে পেয়েছেন বিজয়কুমার বিশক।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, নেহাল ভাদেরা, ক্রিস জর্ডান, পিযূষ চাওলা, কুমার কার্তিকেয়া, জেসন বেহেরনডর্ফ ও আকাশ মাধওয়াল।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, অনূজ রাওয়াত, মহিপাল লমরর, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, বিজয়কুমার বিশক, হার্ষাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও জশ হ্যাজলেউড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post