স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারার পর বাংলাদেশের ক্রিকেটাররা গেছেন কলকাতায়। সেখানে বিশ্বকাপে দুই ম্যাচ খেলবে তারা। তবে দলের সাথে মুম্বাই থেকে কলকাতায় যান নি অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ফিরেছেন ঢাকায়!

বুধবার সকালে ঢাকায় আসা সাকিবকে দুপুরে দেখা যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে। এখানে কোচ সালাউদ্দিনের সাথে নিজের ব্যাটিং নিয়ে কাজ করতেই আসা তার। চলতি বিশ্বকাপে হাসছে না সাকিবের ব্যাট। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে পান নি কোনো ফিফটির দেখা।

ইনজুরির কারণে এক ম্যাচ না খেললেও বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে সাকিবের পারফর্ম্যান্স ঠিক সাকিব-সুলভ নয়। ৪ ম্যাচ খেলে সাকিব করেছেন মোটে ৫৬ রান। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। অথচ গত বিশ্বকাপে দুই সেঞ্চুরিসহ সাকিব ৬০৬ রান করেছিলেন সাকিব।

বাংলাদেশ আগামী ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে। ঢাকা টু কলকাতা দূরত্ব বেশি নয়। ভ্রমণ ক্লান্তিও তাই বেশি হবে না। ২৮ অক্টোবর বাংলাদেশ ডাচদের মুখোমুখি হবে। এর আগে সাকিব মিরপুর স্টেডিয়ামে বিকেএসপির কোচ নাজমুল আবেদিন ফাহিমের অধীনে অনুশীলন করবেন। বুধ, বৃহস্পতি ও শুক্র; এই তিনদিন ঢাকায় অনুশীলন করে ফিরবেন দলের ক্যাম্পে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here