নিজস্ব প্রতিবেদকঃ সদ্য শেষ হওয়া ২৫তম জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দারুণ বোলিং করেছেন হাসান মুরাদ। ইমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কা যাওয়ার আগে-পরে খেলেছেন ৪ ম্যাচ। যেখানে তাঁর শিকার ২৪ উইকেট।এমন পারফরম্যান্সই তাকে জাতীয় দলের টিকেট হাতে এনে দেয়। তবে সহসাই টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হচ্ছে না বাঁহাতি এই স্পিনারের।
সিলেট টেস্টে আগামী মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই টেস্টের একাদশে মুরাদকে জায়গা করে নিতে লড়াই করতে হবে বিশেষজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম-নাইমের হাসানের সঙ্গে। দুই অভিজ্ঞ স্পিনার ছাড়াও আছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। অবশ্য মুরাদ জানেন তাঁকে দলে নেয়া হয়েছে অতিরিক্ত স্পিনার হিসেবেই!
সিলেট টেস্টের দল ঘোষণা পর বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন, ‘একদম নতুন হাসান মুরাদকে দলে নিয়েছি। গত দুই বছর প্রথম শ্রেণির ক্রিকেটে ও যথেষ্ট ভালো বোলিং করেছে। হাই পারফরম্যান্সে যথেষ্ট ভালো কাজ করেছে।’ এদিকে মুরাদকে নিজের স্বাভাবিক খেলাটাই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন কোচ টাইগারদের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
এখন পর্যন্ত মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬ ম্যাচে শিকার করেছেন ১৩০টি উইকেট। সাদা পোশাকে ক্যারিয়ার সেরা বোলিং পরিসংখ্যান ১১৯ রানে ৮ উইকেট। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুরাদকে নিয়ে কোচ হাথুরুসিংহে বলেন, ‘হাসান মুরাদের কাছে আমার বার্তা থাকবে, এক্স ফ্যাক্টর হতে হবে না। গত ২ এনসিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছ। ওখানে যা করেছ, এখানেই তাই করো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post