স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে ফর্মে থাকা পাকিস্তান দল। বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে পাকিস্তান-উইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে। সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করবে উইন্ডিজ।
প্রথম ম্যাচ খেলে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ ও ১২ জুন। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। সিরিজের ভেন্যু ছিল রাওয়ালপিন্ডি। তিন ম্যাচই সেখানে হওয়ার কথা ছিল। কিন্তু ভেন্যু পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের নতুন ভেন্যু করা হয়েছে মুলতানকে।
বুধবার ম্যাচের আগে ওয়ানডে স্কোয়াডে যুক্ত হয়েছেন উইন্ডিজের অলরাউন্ডার কিমো পল। তবে একাদশে সুযোগ পান নি তিনি। পাকিস্তানের মোহাম্মদ হারিসের আজ ওয়ানডে অভিষেক হলো। মোহাম্মদ রিজওয়ান তার হাতে অভিষেক ক্যাপ তুলে দেন।
পাকিস্তান একাদশ- বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল হক, ফখর জামান, হারিস রউফ, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হাসান আলী ও শাহীন আফ্রিদি।
উইন্ডিজ একাদশ- শাই হোপ, কাইল মায়ার্স, শামার ব্রুকস, নিকোলাস পুরান, ব্র্যান্ডন কিং, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, আকিল হোসেইন, জেডেন সিলস ও হেইডেন ওয়ালশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০