মুশফিককে ছাড়া চ্যাম্পিয়ন হতে পারল না জোবার্গ, শিরোপা ডারবানের

    0
    105

    স্পোর্টস ডেস্কঃ জিম আফ্রো টি-টেন লিগে চ্যাম্পিয়ন হয়েছে ডারবান কালান্দার্স। শনিবার রাতে ফাইনালে জোবার্গ বাফেলোস হেরে গেছে ৮ উইকেটে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ১০ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১২৭ রান করে মুশফিকের দল জোবার্গ। কোয়ালিফায়ার ম্যাচে খেললেও ফাইনালে দলের একাদশে ঠাই হয় নি বাংলাদেশের তারকা এই ব্যাটারের।

    ফাইনালে আগে ব্যাট করতে নামা জোবার্গের হয়ে ১৭ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার টম ব্যান্টন। ৩ ছক্কা ও ৪ চারে ইনিংস সাজান এই ডানহাতি ব্যাটার। আরেক ওপেনার মোহাম্মদ হাফিজ ১৩ বলে করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান। পাকিস্তানের সাবেক অধিনায়কের ব্যাটে ছিল ২ ছক্কা ও ৪ চারের মার। এছাড়া ইউসুফ পাঠান ১৪ বলে ৫ চারে ২৫ রান করেন। ১০ বলে ১টি করে ছক্কা ও চারে ২২ রান আসে রভি বোপারার ব্যাট থেকে।

    রান তাড়ায় তৃতীয় ওভারের পঞ্চম বলে প্রথম উইকেট হারায় ডারবান। তবে এই সময়ের মধ্যে ৩৩ রান তুলে ফেলে তারা। টিম সেইফার্ট ১৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩০ রান করেন। দলীয় ৭৬ রানে আউট হন আন্দ্রে ফ্লেচার। অবশ্য আউটের আগে দলকে মাত্র ১১ বল খেলে ২৯ রান এনে দেন এই ক্যারিবিয়ান ব্যাটার। ৩ চার ও ২ ছক্কা ছিল এই ডানহাতি ব্যাটারের ইনিংসে।

    এরপর অবশ্য আর কোনো উইকেট পড়তে না দিয়ে ৪ বল হাতে রেখে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হজরতউল্লাহ জাজাই ও আসিফ আলী। জাজাই ২২ বলে ৪ ছক্কা ও ১ চারে ৪৩ রান আর আসিফ আলী ৯ বলে ২ ছক্কায় ২১ রান করে অপরাজিত ছিলেন। দারুণ ইনিংস খেলার সুবাদে ফাইনালের সেরা নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের ওপেনার জাজাই।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here