মুশফিকরা দেশের বাইরে জিতে দেখাক- বোথাম

0
32

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের সাবেক অল রাউন্ডার ইয়ান বোথাম বাংলাদেশের কাছে পরাজয়ে ইংলিশদের সমালোচনা নয়, বাংলাদেশকেই চ্যালেঞ্জ জানিয়ে দিলেন।

তিনি বলেন, দেশের মাটিতে নিজেদের মতো করে উইকেট তৈরি করে খেলেছে বাংলাদেশ। তাদের অগ্নিপরীক্ষা দিতে হবে বিদেশের মাটিতে ম্যাচ জিতে। বাংলাদেশের কাছে এক হার দিয়ে ইংল্যান্ডের বিচার করা যাবে না মনে করেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে এক সেশনে সবকটি উইকেট হারিয়ে ১০৮ রানের বিশাল হার দিয়ে ইংল্যান্ড দলকে বিচারও করতে চান না সাবেক এই ইংলিশ অলরাউন্ডার। তাঁর মতে, ভারত সফর দিয়েই বিচার করা হবে অ্যালিস্টার কুকের দলকে।

বোথামের মতে ‘এই জয় অবশ্যই বাংলাদেশের জন্য বিশেষ কিছু। তবে তাদের এখন বিদেশের মাটিতে জিতে দেখাতে হবে। এই মুহূর্তে এটিই বাংলাদেশের জন্য অগ্নিপরীক্ষা। এই একই কাজ এখন ইংল্যান্ডকেও করে দেখাতে হবে।’

বোথাম বলেছেন, ‘ঢাকা টেস্টের উইকেট ছিল বাংলাদেশের উপযোগী করে তৈরি করা। এটি পুরোপুরি স্পিন-বান্ধব উইকেট। যখন কোনো টেস্ট ম্যাচে স্পিনাররা বোলিং সূচনা করে, তখনই বোঝা যায় গোটা টেস্ট ম্যাচে কী অপেক্ষা করে আছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রআ/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here