মুশফিকের আউটের জন্য ফ্ল্যাড লাইট দায়ী

0
27

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের আউটের জন্য ফ্ল্যাড লাইটকেই দায়ী করা হচ্ছে। দিনের পর্যাপ্ত আলো থাকলেও ফ্ল্যাড লাইট জ্বালানো হয় আগেই। আর এ সুযোগটাকে কাজে লাগিয়ে ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক মুশফিকুর রহিমের উইকেটটি তুলে নেন।

গতকাল দ্বিতীয় দিনে খেলা শেষ হওয়ার তিন ওভার পূর্বে উইকেটের পেছনে বেন স্টোকসের বলে ক্যাঁচ আউট হয়ে সাজঘরে ফেরেন টাইগার টেস্ট দলপতি মুশফিকুর রহিম। আর মুশফিকের দিনের শেষে আউট হওয়ার পেছনে ফ্লাড লাইটকেই দুষলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।

শুক্রবার পড়ন্ত বিকালে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ চার ওভার খেলা হয়েছে ফ্লাড লাইটের নিচে। আর প্রথম দিন স্বাভাবিক আলোতেই খেলা হয়েছিল ৯২ ওভার। দিনে সাধারণত ৯০ওভার খেলা হয়ে থাকে।

কিন্তু ফ্লাড লাইট জ্বলে উঠায় কৃত্রিম আলোতে চার ওভার খেলার সিধান্ত নেন অ্যাম্পায়াররা। আর এই সুযোগকে কাজে লাগান ইংলিশ অধিনায়ক অ্যালেস্টার কুক।

স্পিনার বাদ দিয়ে দুই প্রান্তে নিয়ে আসেন দ্রুত গতির বোলার। স্টেকসের বলে ৪৮ রান করে মুশফিক যখন ফিরলেন তখন দিনের খেলা মাত্র ১৫ বল বাকি।

আর মুশফিকের দিনের একদম শেষ ভাগে এসে আউট হয়ে যাওয়ায় সংবাদ সম্মেলনে তামিম বলেন,‘ আসলে আমাদের করার  কিছুই নেই। এটা আম্পায়ারের সিদ্ধান্ত। আমাদের তো মেনে চলতেই হবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here